বিতর্কিত মন্তব্য জন্য, বিজেপিকে দুষলেন মমতা

বিতর্কিত মন্তব্য জন্য, বিজেপিকে দুষলেন মমতা
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ক্ষমতাসীন বিজেপিদলীয় জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো পশ্চিমবঙ্গে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিজেপির নূপুর শর্মাসহ শীর্ষস্থানীয় দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের সময় গতকাল শুক্রবার দেশটির ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে ২ জন নিহত হন, আহত হয়েছেন ১০ জন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কিছু রাজনৈতিক দল দাঙ্গা লাগাতে চায়। ' কেন জনগণকে বিজেপির 'পাপের' জন্য কষ্ট পেতে হবে তা নিয়ে প্রশ্নও তুলেছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এই কথা আগেও বলেছি। এখন দুদিন ধরে হাওড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এর পেছনে রয়েছে কিছু রাজনৈতিক দল এবং তারা দাঙ্গা লাগাতে চায়। 'মমতা বলেছেন, 'এসব সহ্য করা হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাপ করেছে বিজেপি, আর ক্ষতি হবে জনগণের?' এক টুইট বার্তায় এসব কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মহানবী (সা.)-কে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে গতকাল সহিংস রূপ নেয় হাওড়া। আজ সকালে একই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এএনআই জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। সোমবার পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার বিক্ষোভকারীরা হাওড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে। মুখ্যমন্ত্রী তখন তাদের রাজ্যে আন্দোলন প্রত্যাহার করে প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে যাওয়ার কথা বলেছেন। ভারতের ৯ রাজ্যে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ হয়েছে। ঝাড়খণ্ডের রাঁচিতে গুলিতে দুজনের প্রাণ গেছে। এ ছাড়া ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজন পুলিশের সদস্য। ভারতের উত্তের প্রদেশেও বিক্ষোভ হয়েছে। সেখানে দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে বিজেপির নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন নূপুর শর্মা। তবে তাঁদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকালও ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে।